আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলী সদর ইউনিয়নের সাতধারা গ্রামে বৃহস্পতিবার বিকেলে সূর্যমুখী চাষ বৃদ্ধির লক্ষে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমতলী উপজেলা কৃষি অফিস এ মাঠ দিবসের আয়োজন করে। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক ঢাকার মো. জসিম উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উপ-পরিচালক মো. আরশেদ আলী চৌধুরী, ঢাকার মনিটরিং অফিসার শফিকুল হক আকন্দ, বরিশালের মনিটরিং অফিসার রবিন্দ্র নাথ বিশ্বাস, বরগুনার কৃষি উপ-পরিচালক জোবায়দুল আলম, বরগুনার উপ-পরিচালক এসএম বদরুল আলম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু ও আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন প্রমুখ। সভায় প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিল।