কে এম সোহেল, আমতলী : ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় র্যালীটি আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় উপজেলার দেড় শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ গ্রহন করেন।