পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকার কমলাপুর স্টেশনে ১ হাজার অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা সাব্বির হোসেন। এসময় যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা সাব্বির হোসেন বলেন, যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশে আজ কমলাপুর স্টেশনে ১ হাজার অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছি। গত বুধবার যাত্রাবাড়ী এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরন করেছি। এ কর্মসূচি চলমান থাকবে।