স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস প্রতিরোধে ” আতঙ্ক নয় চাই সচেতনতা” এই প্রতিবাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলায় পথচারী ও বিভিন্ন মহল্লার দোকানে দোকানে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামুলক লিফলেট বিতরন ও পরামর্শ প্রদান করা হচ্ছে।পটুয়াখালীর সকল উপজেলা গুলোতে লিফলেট বিতরন, মাইকিং, হাত ধোয়ার নিয়ম, সমাজিক দুরত্ব বজায় রাখা, করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকা, হাঁচি- কাশির শিষ্টাচার এবং কোয়ারেন্টাইন সম্পকে ধারনা দেয়া হচ্ছে।
অতিতের যে কোন দূর্যোগে ব্র্যাক সরকারের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়েছিল যার ধারাবাহিকতায় এবারও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করে অফিস খোলা রেখে করোনাভাইরাস সচেতনতায় কাজ করে যাচ্ছে।