পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে পটুয়াখালীতে পুলিশ সুপারের নেতৃত্বে কাজ করছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ শহিদুল্লাহ এর নেতৃত্বে শহরের চৌরাস্তা এলাকায় সাধারণ মানুষকে সচেতরন করার পাশপাশি তাদের বীনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার সাধারণ মানুষকে সরকারের নির্দেশিত বিধি বিধান মেনে চলতে অনুরোধ জানান।
পাশপাশি সরকার ঘোষিত ১১ দফা নির্দেশনা অমান্য করলে সকলকেই পুলিশের চেকপোস্টে জেরার মুখে পরতে হচ্ছে।
এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে সরকার ১১ দফা নির্দেশনা দিলেও শহর বাসীর মধ্যে এ নিয়ে তেমন কোন পরিবর্তন কিংবা নির্দেশনা মানার ক্ষেত্রে গুরুত্ব লক্ষ্য করা য়ায়নি। আজও অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া বের হয়েছে।