সোলায়মান পিন্টু, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এসময় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবির এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।###