সোলায়মান পিন্টু, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাচ্চা শিয়াল উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছে এনিমেলস্ লাভার নামের একটি সংগঠন। মঙ্গলবার রাতে উপজেলার শেখ কামাল সেতুর নিচ থেকে এ শিয়ালটি উদ্ধার করা হয়। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে গভীর রাতে রজপাড়া এলাকার নদী সংলগ্ন জঙ্গলে শিয়ালটি ছেড়ে দেয়া হয়।
এনিমেলস্ লাভার কলাপাড়া শাখার সদস্যরা জানান, মঙ্গলবার রাতে শেখ কামাল সেতুর নিচে এ প্রানীটি কেনা-বেচা করছিলো একটি চক্র। তাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা-বিক্রেতা দুইজনই দৌড়ে পালিয়ে যায়। পরে শিয়ালটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়।
কলাপাড়ায় শিয়াল বনে অবমুক্ত
Recent Comments
Hello world!
on