Thursday, March 28, 2024
Thursday, March 28, 2024
Homeসারা বাংলাকুয়াকাটা সৈকতে ভেঁসে এলো মৃত কচ্ছপ

কুয়াকাটা সৈকতে ভেঁসে এলো মৃত কচ্ছপ

সোলায়মান পিন্টু, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেঁসে এসেছে জলপাই রাঙ্গা সাগর প্রজাতির মৃত মা কচ্ছপ। শনিবার মধ্যে রাতে জোয়ারের পানিতে সৈকতের ঝাউবন এলাকায় কচ্ছপটি ভাঁসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা এসে কচ্ছপটি মাটি চাপা দিয়ে দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লিপিডোসিলাস ওলিভেসা। এটির ওজন ৩০/ ৩৫ কেজি হবে। জেলেদের জালের আঘাতে দুই/তিন দিন আগে কচ্ছপটি মারা যেতে পারে বলে তাদের ধারনা। কচ্ছপটির মুখ এবং পা অর্ধগলিত রয়েছে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ) তারিকুল ইসলাম জানান, কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এবছর কুয়াকাটা সৈকতে এটি নিয়ে মোট সাতটি মৃত কচ্ছপ ভেঁসে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments