মোঃ মনিরুল ইসলাম মহিপুর প্রতিনিধিঃ ॥ কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যসোসিয়েসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। ১লা জুলাই শুক্রবার বিকালে কুয়াকাটা হোটেল ইন এর হল রুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যসোসিয়েসনের সভাপতি শফিকুল ইসলাম চান । এসময় আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যসোসিয়েসনের সাধারন সম্পাদক মোতালেব শরিফ, কুয়াকাটা পৌর সভার মেয়র বারেক মোল্লা,কুয়াকাটা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মনির আহাম্মেদ ভুইয়া, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ এ এস পি ফসিউর রহমান, মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক,ইমামসহ বিভিন্ন পেশাজীবি লোক উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।