গলাচিপা প্রতিনিধি ঃ গলাচিপায় অবৈধভাবে মদ রাখার দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কালাচান সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পটুয়াখালী র্যাব-০৮ এর এস,আই শামীম রেজা। মামলাটি দায়ের করেন ২৩ এপ্রিল শনিবার গলাচিপা থানায়।ঘটনার বিবারণে জানা যায়, গলাচিপা পৌরসভার নতুন লঞ্চঘাট এলাকায় কালাচান সাহা মদের লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছিলেন। তার কাছে যে পরিমান মদ থাকার কথা তার চেয়ে কয়েক গুন বেশী মজুদ রয়েছে। গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ সায়েমুজ্জামান ওই এলাকায় মোবাইল র্কোট পরিচালনা কালে র্যাব অভিযান চালিয়ে কালা চান সাহার কাছে অবৈধভাবে মদ পাওয়া যায়। পটুয়াখালী র্যাব-৮ এর এস আই শামীম রেজা বাদী হয়ে কালাচান সাহার বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন।