হাসান এলাহী, গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ
“মুছে যাক গøানি ঘুচে যাক জরা, অগ্নি ¯œানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি, শুস্ক করি দাও আসি, এসো হে পহেলা বৈশাখ, এসো হে” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বাংলা ১৪২৯ নববর্ষকে বরণ ৩ দিন ব্যাপি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, বিভিন্ন সরকারি ও বে-সরকরি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গলাচিপায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ
Recent Comments
Hello world!
on