হাসান এলাহী, গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপার মাটিভাংগা বাজারের ব্যবসায়ী ইসমাইল হাওলাদারের চাঞ্চল্যকর হত্যার ১২ দিনের মধ্যে মামলার মূল আসামীকে নারায়ণগঞ্জ পাইকপাড়া থেকে গ্রেফতার করেছে উপজেলা থানার পুলিশ। এ উপলক্ষে অদ্য ১৩ এপ্রিল, ২০২২ তারিখ দুপুর ১২:৩০ ঘটিকার সময় গলাচিপা থানা অফিসার ইনচার্জ অফিস কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, আমরা প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ পাইকপাড়া মেয়ে জামাই আলমাসের ভাড়া বাসা থেকে রফিক মোল্লা (৫০) পিতা মৃত্যু হালিম মোল্লা, ৮নং ওয়ার্ড, ডাকুয়া নামক স্থানের বাসীন্দা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তুচ্ছ ঘটনা হতে, মাত্র ২০৬৩ টাকার বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকন্ডের সৃষ্টি হয়। ২রা এপ্রিল, ২০২২ তারিখ নিহতের ছেলে রাকিব হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত প্রধান আসামীসহ মোট চার জনকে গ্রেফতার করেছি। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।
গলাচিপায় ব্যবসায়ী হত্যার মূল আসামী গ্রেফতার
Recent Comments
Hello world!
on