নাসির উদ্দিন গলাচিপা : গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে দর্জি বাড়ির পূর্ব পাশে আবুল কাসেমের ধান ক্ষেতে ভূমি দস্যূরা মঙ্গলবার রাতের আধাঁরে ধান কাটতে গিয়ে সাবেক মেম্বর আবুল কাশেম (৫০) কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত কে ছে দুবৃত্তরা। এলাকাবাসী ঐ রাতেই আবুল কাশেম দর্জিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত ডাঃ জাহিদ হাসান জানান, রোগীর মাথায় ৪টি সেলাই সহ বুকে পিঠে জখমের দাগ রয়েছে।
আহত আবুল কাসেম জানান, আমার পৈত্রিক সম্পত্তিতে আমি চাষাবাদ করেছি। রাতের আধাঁরে একই এলাকার কবির দালাল, কামাল মাতুবর, জামাল দালাল, জাহিদ দালাল, রেজাউল দালাল, শাহিন দালাল, আবুল দালাল, শাওন মাতুবর একত্রিত হয়ে ঐ জমিতে ধান কাটে। আমি খবর পেয়ে বাঁধা দিতে গেলে কাচি দিয়ে আমার মাথার উপরে ওরা কোপ দেয়। তিনি আরো বলেন, গলাচিপা সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে ওদের বিরুদ্ধে মামলা করা হবে।
এ বিষয়ে জামাল দালালের কাছে জানতে চাইলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
কামাল মাতুবর মারামারির সত্ততা স্বীকার করেন।
এ ব্যাপারে ইউ,পি সদস্য মিজান বলেন, ঘটনাটি আমি শুনেছি, এবং ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি। ইউ,পি চেয়ারম্যান রুবেল মোল্লা জানান, বিষয়টি আমি শুনেছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, দরখাস্ত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।