স্টাফ রিপোর্টারঃ রবিবার অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাজী আ. ওহাব খলিফা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৭৬০ ভোট। তার নিকটতম একমাত্র প্রার্থী বিএনপি’র হাজী আবু তালেব মিয়া পেয়েছেন ১৭০৭ ভোট। এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ক্রমানুসার মো. সোহাগ মিয়া, গোলাম সরোয়ার আখি, মো. রফিকুল ইসলাম, শুশীল চন্দ্র বিশ্বাস, আবুল বশার, আবুল খায়ের বাবলু, সমির পাল, সাহেব আলী, মো. শাহিন মিয়া এবং সংরক্ষিত ১,২,৩ শাহিদা বেগম, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে শাহিদা আক্তার। এদিকে সকাল সাড়ে ১০ টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আবু তালেব মিয়া জানান, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, কেন্দ্র দখল, ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে ভোটাদের বাধ্য করা সরকার দলীয় প্রার্থীর লোকজনের প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ তুলে বিএনপি ভোট বর্জন। বিএনপি’র সংবাদ সম্মেলনের পর পরই আওয়ামী লীগ প্রার্থী হাজী আ. ওহাব খলীফা স্থানীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, নিশ্চিত পরাজয় জেনেই সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পরপরই বিএনপি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটাররা কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটায়নি। বিএনপি প্রার্থীর এজেন্ট বের বের করে দেয়া ও কেন্দ্র দখলের কোন ঘটনা ঘটেনি। বিএনপি’র ভোট বর্জনের ঘটনাা ছিল পূর্বপরিকল্পিত।
রির্টানিং অফিসার নাজমুল কবীর জানান, এ পৌরসভার নির্বাচনে কোথাও কোন অঘটন ঘটেনি। নির্বাচন ছিল সম্পূর্ন শান্তিপূর্ন।