মোঃ বাদল হোসেন মির্জাগঞ্জ প্রতিনিধি ঃ পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ভয়াং গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আনিচ হাওলাদার (৪২) মোঃ বাবুল সুইপার (৪৮)মোঃ কিসলু (২৯) মোঃশাহিন রাড়ী (৪০) তোফাজ্জেল (৩৯)নামের ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মির্জাগঞ্জ থানার এস আই মোঃ সাইদুর রহমানের এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মজিদবাড়িয়া ইউনিয়ানের ভয়াং গ্রামে আনিচ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ৫জন কে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবত আনিচ হাওলাদার সহ এরা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের শেষে তাদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।