আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলা পরিষদের ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে পরিষদের সভা কক্ষে বাজেট ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসরাইল হোসেন। বাজেটে মোট ২ কোটি ৪৪ লক্ষ ২৩ হাজার ১৯৫ টাকা আয়, ২ কোটি ৪১ লক্ষ ১২ হাজার ১৯৫ টাকা ও ৩ লক্ষ ১১ হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। সভায় আলোচনা করেন, বরগুনার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক সামসুদ্দোজা,রেজবি-উল-কবির জোমাদ্দার, তৌফিকউজ্জামান তনু, কামরুল আহসান জলিল, মালিক শামিম, মোঃ আঃ মান্নান ও গোলাম মাওলা ।