স্টাফ রিপোর্টারঃ বিহঙ্গ মহিলা সংস্থা (বিএমএস) এর আয়োজনে, পটুয়াখালী বাউফল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে বাউফলে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী এর আওতায় এক প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ মাহবুব হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন, এছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, মাতৃত্বকালীন বিভিন্ন সমস্যা, মা ও তার সন্তানের পুষ্টির চাহিদা পূরন ইত্যাদি বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন এবং মহিলাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিলাদের পরিবার পরিকল্পনার বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করেন, বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলাদের মাতৃত্বকালীন সকল সমস্যা ও তার প্রতিকারের বিভিন্ন রকম পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক আয়োজন ও পরিচালনা করেন বিহঙ্গ মহিলা সংস্থা (বি.এম.এস) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আবদুস সালাম কামরুল।