রিপন কর্মকার, বিশেষ প্রতিনিধি ঃ পটুয়াখালীর দশমিনার তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে তিন জেলেকে জেল জরিমানা করা হয়েছে। এসময় ২০ হাজার মিটার জাল আটক করে ভস্মিভূত করা হয়।
সংশিলিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ভোরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় তেতুলিয়া নদী থেকে কোষ্টগার্ডের বিজিএ বগুড়া জাহাজ অভিযান চালিয়ে উপজেলার গছানী গ্রামের মোঃ আনছার উদ্দিন(৩৪) আবুল বশার(২৫) মোঃ দুলাল হোসেন কে (৩৫)আটক করে। আটককৃতদের উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট আজহারুল ইসলামের আদালতে হাজির করলে আদালত তিন জেলেকে পৃথক ভাবে ১০ দিনের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা করে জরিমানা করে । এছাড়া আটককৃত ২০ হাজার মিটার জাল নদীর পাড়ে ভস্মিভূত করা হয়।