দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে এককেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুমকি-বাউফল সড়কের থানাব্রিজ এলাকায় পুলিশের নিয়মিত অভিযানের চেকপোস্টে এককেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, পটুয়াখালীর বহালগাছিয়া এলাকার রাজ্জাক তালুকদারের ছেলে মোঃ যুবায়েদ হোসেন (২১), বাউফল উপজেলার জয়ঘোড়া এলাকার মোহাম্মদ আাকনের ছেলে মোঃ মুসা আকন(২৫), একই উপজেলার কাছিপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো তাবজিল হোসেন(২৪)। দুমকি থানার এসআই সাকায়েদ হোসেন জানান, থানাব্রিজ এলাকায় চেকপোষ্ট চলাকালে সন্দেহভাজন ৩ব্যক্তিকে আটক করে তাদের একজনের কাঁধ ব্যাগ তল্লাসী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন। #