এম.রহমান, দুমকি : পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে শাওন নামের তিন বছরের একটি শিশুকে নির্দয় ভাবে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের এক পাষান্ড যুবক। এ ব্যাপারে মঙ্গলবার দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলার চরবয়েড়া হাজি বাড়িতে এ অমানবিক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, সেকান্দার মোল্লার নাতী শাওন (৩) বাড়ির আঙ্গিনায় খেলাধূলা করার সময় প্রতিপক্ষের পাষান্ড যুবক আউয়াল (২৪) কাঁচি দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর রক্তাক্ত জখমী শিশুর আর্ত-চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আহত শাওনের মা হাওয়া বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, কোন কারন ছাড়াই অবোধ শিশু শাওনকে উদ্দেশ্যমূলক ভাবে কুপিয়ে জখম করেছে। থানায় অভিযোগ করায় পাল্টা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। স্থানীয় নয়ন চৌকিদার খবর শুনে আউয়ালের পরিবারকে জিজ্ঞেস করতে গেলেও তারা কোন কেয়ার করছে না। অভিযুক্ত আউয়ালের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। আউয়ালের পরিবারের পক্ষ থেকেও সুনির্দিষ্ট কোন কারন বলতে পারেনি।