পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে জেলা বিএনপির আয়োজনে ১০ আগষ্ট শনিবার রাত ৯ টায় পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আঃ রশিদ চুন্নু মিয়া, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান সিকদার, বাহার উদ্দিন বাহার পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান মিলন,পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শিপলু খান ও পটুয়াখালী জেলা যুবদল নেতা মোঃ রুহুল আমিন সিকদার প্রমুখ সহ পটুয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নানা স্তরের নেতৃবৃন্দ ও পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা। সংবাদ সম্মেলনে বক্তরা বলেন পটুয়াখালীতে আইন শৃংখলা রক্ষাসহ সাধারন মানুষের জান- মাল বিশেষকরে হিন্দু সম্প্রদায়কে নিরাপদে রাখার জন্য জেলা বিএনপি সব সময় মাঠে আছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কে সব রকমের সহায়তা করার আশ্বাস দেন। এছাড়াও কোথায় যদি কোন হামলা করা হয় তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
পটুয়াখালীতে আইন শৃংখলা রক্ষাসহ সাধারন মানুষের জান- মাল বিশেষকরে হিন্দু সম্প্রদায়কে নিরাপদে রাখার আহবান জেলা বিএনপির ।
Recent Comments
Hello world!
on