পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ী ইউসুফ মৃধা হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তিনজনকে বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মজিবর (৫৫), সাকিল (৩৪) ও জুয়েল (৩৫)।
এর আগে নিহত ইউসূফ মৃধার স্ত্রী মোসা. নুরুন্নাহার বেগম বাদি হয়ে ১০ জনকে আসামী করে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ব্রিজ সংলগ্ন দূর্গাপুর এলাকায় নৃসংশভাবে খুন হন ওষুধ ব্যবসায়ী ইউসুফ মৃধা। সে এক নম্বর ব্রিজ বাজারে ওষুধের ব্যবসা করতেন। নিহত ইউসুফ মৃধা দুর্গাপুর এলাকার ইসমাইল মৃধার ছেলে। এ ঘটনায় ইউসূফ মৃধার স্ত্রী মোসা. নুরুন্নাহার বেগম বাদি হয়ে শনিবারই সদর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,‘নিহত ইউসুফ মৃধার স্ত্রী বাদি হয়ে ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে ১, ৩ ও ৪ নম্বর আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’