পটুয়াখালী প্রতিনিধি,
দরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বিতড়নের জন্য পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে চার শত পিচ কম্বল হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের অফিস কক্ষে এ শীত বস্ত্র হস্তান্তর করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীতার্ত মানুষের মাঝে বিড়তনের জন্য চার শত পিচ কম্বল গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত নেজারত ডেপুটি কালেক্টর মো. মশিয়ুর রহমান, আশা’র পটুয়াখালীর ডিএম লিটন চন্দ্র বিশ^াস, আরএম মো. আব্দুল মান্নান, এসই মো. ইউসুফ আলী, জেলা অডিটর মো. আব্দুস ছালাম, এমএসএমই ব্রাঞ্চ ম্যানেজারগণ উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক বলেন, দ্ররিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতড়নের জন্য কম্বল প্রদান একটি মহতি উদ্যোগ। শীতার্ত মানুষ তীব্র শীতে যেন কষ্ট না পায় সে জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আশা উচিত।
পটুয়াখালীতে জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র কম্বল হস্তান্তর
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on