Sunday, January 19, 2025
Sunday, January 19, 2025
Homeটপ ফোরপটুয়াখালীতে বহিস্কৃত বিএনপি নেতার দাপটে চাষাবাদের ধান পাচ্ছেনা ভুক্তভোগীর

পটুয়াখালীতে বহিস্কৃত বিএনপি নেতার দাপটে চাষাবাদের ধান পাচ্ছেনা ভুক্তভোগীর

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বহিস্কৃত বিএনপি নেতা দুলাল মাদবর ও ভ‚মিদস্যু মিলন গাজীর হাত থেকে নিজেদের জমির চাষাবাদের ধান পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (৮ জানুয়ারী) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব বলেন নুর মোহাম্মদ রনি।
এসময় আরো তিনি বলেন, সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বিরাজলা গ্রামে বাবু খা ওয়াকফা এস্ট্রেটের ৪০ একর জমির মোতায়াল্লী ছিলো আমার বাবা শের আলী খাঁ। কিন্তুু বাবা মারা যাওয়ার পর মোতায়াল্লী হই আমি এবং আমার বোন মিসেস ডলি আক্তার। দীর্ঘদিন আদালত চলার পর হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন। হাইকোর্টের রায় পাওয়ার পরে আমাদের মোট ওয়াকফাকৃত ১০ একর জমির প্রায় ৭৯ শতাংশ জমিতে ধান রোপন করি। পরে গত বছরের ২৯ ডিসেম্বর ওই জমির ধান কেটে আমাদের বাড়িতে এনে রাখা হয়। কিন্তুু ঐ দিন বিকালে স্থানীয় ভ‚মিদস্যু মিলন গাজী, খবির হাওলাদার, রফিক তালুকদার, মিলন হাওলাদারসহ ২৫/৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে এসে কেটে আনা ধান জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর হামলার পরিকল্পনা করে। তখন আমাদের জানমালের নিরাপত্তার কথা ভেবে পটুয়াখালী থানায় যোগাযোগ করি। থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আমাদের ধান স্থানীয় মতলেব দফাদারের বাড়ীতে হেফাজতে রাখেন। একইদিন আমাদের ধান লওয়ার জন্য মাড়াই মেশিন বাড়ির উদ্দেশ্যে আসার পথে দুলাল মাদবর ও তার লোকজন নিয়ে যায়। ৬ দিন পর পুলিশের সহযোগিতায় দুলাল মাদবরের পিএস তসলিম এর বাড়ি থেকে উদ্ধার হয় মাড়াই মেশিন। এদিকে ২৯ ডিসেম্বর সকালে মিলন গাজী তার লোকজন নিয়ে আমাদের জমির উপর দেয়া সাইনবোর্ড উঠিয়ে নিয়ে যান। পরে মিমাংসার জন্য জেলা আইনজীবী সমিতিতে দুই পক্ষের উকিল নিয়ে বসা হলে উভয়পক্ষের আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা জমির সকল কাগজপত্র দেখে আমাদের (বাবু খা) ওয়াকফা এস্ট্রেটের পক্ষে রায় দেয়। এসময় আমাদের রোপণ করা ধান আইনজীবীরা আমাদের নিতে বলেন । তবে আইনজীবীদের সেই সিদ্ধান্ত না মেনে বহিষ্কৃত বিএনপি নেতা দুলাল মাদবর ভ‚মিদস্যু মিলন গাজীদের পক্ষ নিয়ে ধান দু’পক্ষকে অর্ধেক করে নিতে বলে চলে যান। তাছাড়া ভ‚মিদস্যু মিলন গাজী ও দুলাল মাতবর তাদের লোকজন দিয়ে আমাদেরকে ধান ও জমি অর্ধেক ভাগ করে নিতে বলে এবং বিভিন্ন সময় আমাদেরকে এলাকা ছাড়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে।
এবিষয়ে বহিস্কৃত বিএনপি নেতা দুলার মাদবর বলেন, এনিয়ে আপনার সাথে কথা বলতে চাইনা। আপনি যা পারেন তাই করেন।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক কমল জানান, দুপক্ষের উকিল নিয়ে কাগজপত্র যাচাই-বাছাই শেষে ধান দেয়ার কথা ছিলো কিন্তুু বিবাদীরা তা মানছে না। তবে খুব তাড়াতাড়ি বিষয়টি নিয়ে বসা হবে এবং যারা ধান চাষাবাদ করেছে তাদের দেয়া হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments