Sunday, January 19, 2025
Sunday, January 19, 2025
Homeটপ ফোরপটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আঙ্গুল ভাঙ্গলো নিষিদ্ধ ছাত্রলীগ

পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আঙ্গুল ভাঙ্গলো নিষিদ্ধ ছাত্রলীগ

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর লোহালিয়ার কুড়িপাইকা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্রো করে ৮ম শ্রেনী পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আঙ্গুল ভেঙ্গে দিলো একই এলাকার ও অন্তরর্তীকালিন সরকার ঘোষিত নিষিদ্ধ  ছাত্রলীগের কিশোর গ্যাংয়ের সদস্য আতিকুর রহমান পারভেজ ও তার সহযোগী মেহেদী 

অভিযোগ সূত্রে যানাজায়, গতো ৩.১২.২৪ তারিখে বিকাল ৪টায় পটুয়াখালী থানাধীন লোহালিয়া ইউনিয়নের ৮নং ওযার্ডের কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মো.আলাল ফকিরের ছেলে মো. শাওন (১৬) এর সাথে একই গ্রামের মো.আমির হোসেনের ছেলে আতিকুর রহমান পারভেজ (১৯) ও মো. লতিফ হাওলাদারের ছেলে  মো.মেহেদী (১৮) সাথে আসামীদের বাড়ির সামনে ১০০ নং পূর্ব কুড়িপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গেলে খেলার মধ্যে গায়ে ধাক্কা লাগলে মাদ্রাসা শিক্ষার্থী শাওনকে চড়থাপ্পড় মারে আতিকুর রহমান পারভেজ। 

এসময় চড়থাপ্পড় খেয়ে লজ্জায় খেলা বাদদিয়ে বাড়িতে চলে আসে শাওন তখন আসামী আতিকুর রহমান পারভেজ ক্ষিপ্ত হইয়া ডাক দিয়ে বলে তোরে মনমতো দিতে পারলাম না। পরে পাইলে বুঝামুহানে কার গায়ে ধাক্কা দিছো। দুইদিন পরে শিক্ষার্থী শাওন বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে আতিকুর রহমান পারভেজ ও মেহেদী শাওনের পথ আটকিয়ে বলে তোরে পাইছি। তখন ছাত্রলীগের ক্যাডার আতিকুর রহমান পারভেজ তার হাতে থাকা রেইনট্রি গাছের লাঠি দিয়ে শাওনের ডান হাতে বারি মেরে আঙ্গুল ভেঙ্গে ফেলে। শাওন চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পরলে তখন মেহেদী লাথি ঘুসি মারে শাওনের জোরে চিৎকারের শব্দ শুনে পারভেজের বাবা মো. আমির হোসেন ছুটে এসে শাওনকে তুলে বলে এ ছ্যারা তুই চিক দিলি ক্যা এই বলে শাওনের গালে থাপ্পড় মারে আমির হোসেন, ঘটনা স্থলে থাকা এলাকার লোকজন ছুটে এসে শাওনকে উদ্ধার করে 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments