মশিউর রহমান বাবলু পটুয়াখালীঃ
পটুয়াখালী-১ আসনে উপ নির্বাচনে আজ বুধবার মনোয়নপত্র দাখিলের দিনে শুধু মাত্র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. আফজাল হোসেন তার মনোনয়পত্র দাখিল করেছেন। দুপুর ১ টার দিকে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ ন‚র কুতুবুল আলমের কাছে তার মনোনয় পত্র দাখিল করেন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ আসনে সাংসদ এএসএম মাহজাদা এমপি, বরগুনা-৪ আসনে সাংসদ পঙ্কজ দেবনাথ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ভোর ৬ টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. মোঃ শাহজাহান মিয়া। পরদিন সংসদ সচিবালয় পটুয়াখালী-১ আসনকে শ‚ন্য ঘোষণা করে।
পরে গত ২৪ অক্টোবর মঙ্গলবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তফসিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল। ২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই। ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ হয়। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর।
#
পটুয়াখালী-১ আসনে উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল
Recent Comments
Hello world!
on