পটুয়াখালী প্রতিনিধি,
পটুয়াখালীতে এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১ নং ব্রীজ সংলগ্ন দূর্গাপুর এলাকা এ ঘটনা ঘটে। নিহতের নাম ইউসুফ মৃধা (৫৭)। দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে ইউসুফ মৃধার ১নং ব্রীজ বাজারে ওষুধের দোকান ছিল।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কাহারা ব্যাবসায়ী ইউসুফ মৃধাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। দূর্বৃত্তরা উপর্যপরী কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় তাকে। লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ।
পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হালদার জানান, নিহত ইউসুফ মৃধা ১নং ব্রীজ বাজারে ওষুধের দোকান করতেন। বাড়ী ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপের জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পটুয়াখালীতে এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা
Recent Comments
Hello world!
on