স্টাফ রিপোর্টার ঃ ইসলাম বিরোধী শিক্ষা আইন পাশ বাতিলের দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে গণ স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাও: হাবিবুর রহমানের স্বাক্ষর দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান,সহ-সভাপতি মাও: গোলাম সরোয়ার, সেক্রেটারি মাওঃ আর,আই,এম অহিদুজ্জামান,সদর উপজেলা সভাপতি হাফেজ আবুল কালাম মৃধা, পৌর সভাপতি মুফতি আঃ রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ৷
এসময় সভাপতি বলেন শিক্ষা আইন পাশ বাতিলের দাবীতে জেলায় একলক্ষ মানুষের গণ স্বাক্ষর সংগ্রহ করা হবে।