ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের লাউকাঠি বাজারে সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালী ও এর সহযোগী সংগঠন ইয়েস গ্রুপ এর উদ্যোগে মঙ্গলবার সকালে একটি ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্রের আয়োজন করা হয়। ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র হতে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবাসমূহ বিশেষ করে স্থানীয় সরকার (পৌরসভা), প্রাথমিক শিক্ষা, ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতাল ও তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সেবা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। তথ্য অধিকার আইন-২০০৯ এর মাধ্যমে বিভিন্ন সেবাখাতের তথ্য সাধারণ মানুষ কীভাবে পেতে পারে সে সম্পর্কেও তাদের ধারনা প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করে কথা বলেন ইয়েস সহদলনেতা সারমিন আক্তার, ইয়েস সদস্য মোঃ শামীম হোসেন, মরিয়ম আক্তার, একেএম জাহিদ হোসেন, শেখর চন্দ্র দাস, সুম্মিতা মন্ডল, শারমিন জোহরা পপি। তাদের দিকনের্দশনা প্রদান করেন টিআইবি’র এসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) মো: শহিদুল ইসলাম।