গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেন, ’আওয়ামীলীগ ক্ষমতায় এলে দক্ষিনাঞ্চলের ব্যপক উন্নয়ন হয়। পায়রা সমুদ্র বন্দর এবং পদ্মা সেতু র্নিমানে দক্ষিনাঞ্চলের মানুষের আয় বেড়ে যাবে। এক সময় এ অঞ্চল সিঙ্গাপুরের চেয়েও উন্নত হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য, খাতে উন্নয়ন হয়েছে। প্রসূতি মায়ের মৃত্যুর হার কমেছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিন। সরকারের এ উন্নয়ন দেখে অন্যরা ঈর্ষান্বিত হয়ে পড়েছে।
গতকাল (সোমবার) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান এবং ষষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ছালাম আকনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন মো: মাহবুবুর রহমান এম.পি., মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল সালাম মিয়া প্রমূখ। , এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী পৌর সভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, পটুয়াখালী জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ভিপি মন্নান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. মুসফিকুর রহমান, কলাপাড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এস.এম. রাকিবুল আহসান, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, মহিপুর থানা আ’লীগের সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম হাওলাদার, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ কালিম উল্ল্হা সহ স্কুলের শত শত শিক্ষার্থী।