সকল শিশুকে অপুষ্টির হাত থেকে সুস্থ, সবল ও সঠিক ভাবে বেড়ে উঠতে সহায়তা করবে। আগামী ১০ ডিসেম্বর ২০১৬ইং তারিখ রোজ শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে ১০ ডিসেম্বর পটুয়াখালী পৌরসভার পৌর এলাকার ৪৫টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাসের কম বয়সী সকল শিশুকে ১টি করে নীল রং এর ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাসের কম বয়সী সকল শিশুকে ১টি করে লাল রং এর ভিটামিন “এ” ক্যাপসুল খায়ানো হবে। জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের দিন প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
মেয়র
পটুয়াখালী পৌরসভা।