স্টাফ রিপোর্টারঃ একটু ¯েœহ বা সুযোগ,পাল্টে দিতে পারে প্রতিবন্ধীদের জীবন। প্রতিবন্ধী ব্যক্তি আমাদের সমাজেরই একজন , আমাদের আচরণ এমন হওয়া উচিৎ নয় যাতে তাঁরা মনে কষ্ট পায়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সু-রক্ষা আইন-২০১৩ অবহিতকরণ শীর্ষক এক সেমিনার পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় এডাব,পটুয়াখালী জেলা শাখার আয়োজনে স্কাউট ভবন মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ। এডাব জেলা শাখার সমন্বয়কারী সৈয়দ সালাউদ্দিন বাবুর সঞ্চালনে এবং সভাপতি এইচ এম মুনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শিলা রানী দাস, এডাব বরিশাল বিভাগের বিভাগীয় সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী কানিজ সুলতানা হেলেন, আদর্শ মহিলা সংস্থার পরিচালক আফরোজা আকবর। এছাড়া সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডাবের জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মোফাজ্জেল হোসেন, সদস্য আব্দুল রাজ্জাক,মাহফুজা ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক স ম. দেলওয়ার হোসেন দিলিপ,প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা লাইজু, জাতীয় অন্ধ কল্যান সংস্থার সাধারন সম্পাদক তপন কুমার মালী প্রমুখ। সেমিনারে বিভিন্ন এনজিও প্রতিনিধি, শারীরিক, মানসিক, বুদ্ধিগত প্রতিবন্ধী , সমাজসেবক, এডাবে সদস্যবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দসহ ৫০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।