জয়দেব রায়, বরগুনা ঃ বরগুনার জেলা শিল্পকলা একাডেমী মাঠে দু’দিনব্যাপি তথ্য মেলা শুরু হয়েছে। সেই সাথে পালিত হয়েছে, আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। বরগুনা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মেলার আয়োজন করেছে। লোকবেতার এফএম ৯৯.২ মেলায় মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, বরগুনা–১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। উদ্বোধনের আগে শহরে বর্নাঢ্য র্যালী করা হয়েছে। র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, মেডিকেল অফিসার ডা. মো. ইউনুস আলী, প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু ও জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদার। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবীবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেলা উদযাপন কমিটির আহবায়ক সুখরঞ্জন শীল। আলোচনা করেন, সনাকের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, জেলা এনজিও ফোরামের সভাপতি শামসুদ্দিন খান ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ । অনুষ্ঠান পরিচালনা করেন, লোকবেতারের স্টেশন ম্যানেজার ও সনাক সদস্য মনির হোসেন কামাল।