বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বউফলে অনুমোদন বিহীন ঔষধের ব্যবসা ও অবৈধ ঔষধ রাখার দায়ে ৮ ঔষধ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা ও প্রায় ২০ হাজার টাকার ঔষধ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাউফল পৌর শহরের নুহা ড্রাগস, দেওয়ান ফার্মেসী, সাকিব মেডিকেল হল, সূচনা ফার্মেসী, সোয়াদ মেডিসিন, মোল্লা ফার্মেসী, লুনা ফার্মেসী ও সাহা মেডিকেল হল নামের ঔষধের দোকানে অভিযান চালিয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এ আদেশ প্রদান করেন। এ সময়ে তার সাথে ছিলেন পটুয়াখালীর ঔষধ তত্বাবধায়ক কামরুল ইসলাম।