পটুয়াখালী প্রতিনিধি,
আওয়ামীলীগ সরকারের পতনের পর পটুয়াখালীর বাউফল উপজেলায় হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে দলের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির আহŸায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির ১০ আগস্ট শনিবার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে আপনার বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাট ও হুমকি-ধমকির সুনির্দিষ্ট অভিযোগের পরি প্রেক্ষিতে আপনাকে গত ৮ আগস্ট ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর পরি প্রেক্ষিতে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আরোপিত অভিযোগের ভিত্তিতে তাঁকে বাউফল পৌর বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে সিনিয়র সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব¡ প্রদান করা হয়।
এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই বিএনপি নেতা কবিরের একটি সক্রিয় বাহিনী রয়েছে। তাদের হিংসাতœক কর্মকান্ডে এলাকাবাসী ওই বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। দখল, হামলা, ভাংচুর, চাঁদাবাজী, কৃষকের মহিষলুট, ব্যবসা প্রতিষ্ঠানে তালা, হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে চাঁদা আদায়, দুই সাংবাদিকের ওপর হামলা ও তাদের বসতঘরে ভাংচুরের ঘটনায় বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে দলের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্টি বলেন, বিএনপি অরাজকতায় বিশ^াস করেনা। পটুয়াখালীতে কেউ যদি কোন অরাজকতা করে অস্থিতিশিল পরিস্থিতির সৃষ্টি করে সে যে দলেরই হউক তাকে ছাড় দেয়া হবে না। আমরা জেলা বিএনপি আগেই ঘোষনা দিয়েছি আপনারা সংখ্যালঘু সম্প্রদায়সহ প্রতিটি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করুন।