অতুল পাল, বিশেষ প্রতিনিধি: বাউফলের কেশবপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. ইউনুস সিকদার (৫৫) শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি————— রাজেউন)। তার পিতার নাম মকবুল সিকদার। তিনি দীর্ঘদিন পর্যন্ত লিভার ক্যান্সারে অক্রান্ত ছিলেন। আজ রোববার সকালে ভূঁইয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পাবিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৭ ভাই বোন রেখে গেছেন। ইউনুস সিকদারের মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ আ.স. ম. ফিরোজ, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খান লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।