Thursday, September 28, 2023
Homeবিনোদনবেসুরো গলায় গান গেয়ে হাসির পাত্র হলেন কৌশানি!

বেসুরো গলায় গান গেয়ে হাসির পাত্র হলেন কৌশানি!

অভিনেত্রী হিসেবে তার পরিচিতি। টলিউডের সিনেমায় নিয়মিত দেখা যায়। রূপ-সৌন্দর্য আর গ্ল্যামারে এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে যখন গান গাইলেন, তখন মোটেও জমল না। উল্টো হাসির পাত্র হলেন। বলছি টলিউড তারকা কৌশানি মুখার্জির কথা।

সমপ্রতি একটি লাইভ অনুষ্ঠানে গিয়ে গান গেয়েছেন তিনি। কিন্তু বেসুরো গলায় গাওয়া গান কি আর শ্রোতাদের মনে ধরে! ঠিক তাই, কৌশানির গান গাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হয়ে গেছে ভাইরাল। 

ওই ভিডিওতে দেখা যায়, কখনো ইয়ো ইয়ো হানি সিংয়ের বহুল জনপ্রিয় ‘লুঙ্গি ড্যান্স’ গাইছেন কৌশানি, আবার কখনো গাইছেন শ্রেয়া ঘোষালের গাওয়া আইটেম সং ‘চিকনি চামেলি’। কিন্তু কৌশানির কণ্ঠের সঙ্গে সুরের মিলন ঘটছে না। তবুও মাইক্রোফোন হাতে গেয়েই চলেছেন অভিনেত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments