বরগুনা সংবাদদাতা:
আমতলী উপজেলাধীন উত্তর কালামপুর নুরানী বালিকা দাখিল মাদ্রাসার ২০২২ সালের ম্যানেজিং কমিটির নির্বাচনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে উক্ত মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন সিকদার কর্তৃক ব্যাপক ভোটার জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই আমতলী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক এ অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবিএম রফিকুল্লাহ কর্তৃক দাখিলকৃত অভিযোগপত্রে দেখা যায়, ভোটার তালিকায় প্রদর্শিত ২৩৭ জন ভোটারের মধ্যে ১৪২ জনকেই তিনি ভুয়া হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক ভোটার রয়েছেন ২০ জন মৃত ভোটার ৩ জন, একই শিক্ষার্থীকে বিভিন্ন শ্রেণিতে প্রদর্শন করে দ্বৈত জাল ভোটার ৪৯ জন, অছাত্র গৃহিনী ব্যবসায়ী, চাকরিজীবীকে শিক্ষার্থী সাজিয়ে তৈরিকৃত জাল ভোটার ১৫ জন এবং মাদ্রাসার ক্যাচমেন্ট এরিয়া বা পার্শ্ববর্তী এলাকায় অপরিচিত ভুয়া ভোটার ৫৫ জন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার অভিযোগ পত্রের সাথে ভুয়া ভোটারদের বিভিন্ন ক্যাটাগরির তালিকা করে প্রমাণপত্র হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির তালিকা, সেসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকার প্রত্যয়ন পত্র, মৃত ভোটারের মৃত্যুর নিবন্ধন, অছাত্র গৃহিনী, ব্যবসায়ী, চাকরিজীবীদের বয়স প্রমাণের জন্য জাতীয় ভোটার তালিকায় তাদের নাম থাকার প্রমাণ এর ফটোকপি সংযুক্ত করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার অভিযোগ পত্রের সাথে। উল্লেখ্য, উক্ত মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য আমতলী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রিজাইডিং করে ১৬ আগস্ট ২০২২ খ্রি. তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।