মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জের একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে ৯০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব উপহার সামগ্রী ও পোশাক তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আমিনুল ইসলাম।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ কাওসার আহমেদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মো. খন্দকার মুজিবর রহমান হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোঃ মেহেদী হাসান, প্রভাষক মো. ফিরোজ আলম জুয়েল, মির্জাগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাসেল, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন প্রমূখ।##
মির্জাগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে
ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ
Recent Comments
Hello world!
on