স্টাফ রিপোর্টারঃ গরীব দঃখির মামলার রায় , বাংলাদেশ সরকার দেয় – ই শ্লোগান নিয়ে পটুয়াখালী জেলা সদর হতে দ্বীপ উপজেলা রাঙ্গাবালী উপজেলার নাগরিক সুবিধা বঞ্চিত জনগনের নিকট আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় আইনগত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিনামূল্যে আইনগত সহায়তা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্র্যাস্টের (ব্লাস্ট) সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল কাসেম মোহাম্মাদ মোস্তফা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিজ্ঞ স্পেসাল জজ বাসু দেব রায়, বিজ্ঞ বিচারক(জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক,বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোকতার হোসেন, কলাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মঈনুল হোসেন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্র্যাস্টের (ব্লাস্ট) সভাপতি এ্যাড. আব্দুল খালেক, জেলা সমন্বয়কারী এ্যাড. মোঃ নিজাম উদ্দিন, পটুয়াখারী পৌরসভার মেয়র প্রতিনিধি কাউন্সিলর আঃ বারেক হাওলাদার । যুগ্ম জেলা জজ ২য় আদালত আবু জাফর মোঃ নোমান এর সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এনামুল ইসলাম লিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন বেগম, রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ও রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ। বক্তারা বিনামূল্যে আইনগত সহায়তার বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।