Sunday, January 19, 2025
Sunday, January 19, 2025
Homeটপ ফোররূপান্তরের আয়োজনে বরিশাল জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশিক্ষণ

রূপান্তরের আয়োজনে বরিশাল জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশিক্ষণ


পটুয়াখালী প্রতিনিধি :

রূপান্তরের আয়োজনে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে শান্তিপূর্ন রাজনৈতিক পরিবেশ তৈরীতে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নগরীর মল্লিকা রেস্তোরায় ইউএসএইড এর অর্থায়নে আইআরআই এর সহযোগিতায় ‘শান্তিপূর্ন পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি’ শীর্ষক প্রকল্পর আওতায় এই কর্মসূচির উদ্দেশ্য বর্ননাসহ শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব শুভংকর চক্রবর্তী ও নারীনেত্রী ফাহমিদা মুন্নী।
প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য দেন নারীনেত্রী,উন্নয়ন সংগঠক ও শুকতারা মহিলা সংস্থা’র নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম। প্রশিক্ষণে পটুয়াখালী ও বরগুনা জেলার প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। দিনব্যাপি এই প্রশিক্ষনে জনগোষ্ঠী রাজনৈতিক নেতৃত্ব, গনযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ন সহাবস্থান বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার ছিলেন বরিশাল জেলার সমন্বয়কারী নুর-ই-আযম হায়দারী রাজা ও সঞ্জীব দাস।##

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments