স্টাফ রিপোর্টারঃ তোমার আগমনে হয়েছিল নিঃশেষ যত অন্যায় অবিচার, ইইতহাস বিকৃতি শেষ , দেশরতœ জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ র্যালি করেছে ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে নিউমার্কেট গোল চত্বর এলাকা থেকে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খানের নেতৃত্বে একটি আনন্দ র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন,গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাসান সিকদার, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুজামান পারভেজ প্রমুখ। আনন্দ র্যালিতে জেলা , শহরও বিভিন্ন কলেজে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ।