বাউফল প্রতিনিধিঃ দৈনিক ইনকিলাব পত্রিকার পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম সিদ্দিকী মাসুমের মা মোসা. সালেহা বেগম (৭০) গতকাল শনিবার বেলা সারে ১১টার দিকে কালাইয়া বন্দরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকাল নয়টায় কালাইয়া বন্দর জামে মসজিদ মাঠে প্রথম জানাজা ও কালাইয়া গ্রামের বাড়ি সকাল ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়ে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হবে। সাংবাদিক মাসুমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ, বাউফল উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, বাউফল প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।