জয়দেব রায়, বরগুনা ঃ সুন্দরবনের আমগাছির খাল এলাকায় র্যাব–৮ এর সাথে জলদস্যূদের বন্দুকযুদ্ধে জলদস্যূ সাগর–সৈকত বাহিনীর প্রধান আক্কাস ওরফে রহিম ওরফে জামাই নিহত হয়েছে।
বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব। র্যাব–৮ এর উপ–অধিনায়ক মেজর আদনান কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নিহত আক্কাসের বাবার নাম সোনা কাজী বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে। তাকে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।