সোলায়মান পিন্টু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
সাতটি মৃত কচ্ছপের পর এবার কুয়াকাটা সৈকতে ভেঁসে এসেছে তিন পাঁ বিশিষ্টি জীবিত মা কচ্ছপ। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, কচ্ছপটির সামনের বাম পাশে একটি পাঁ নাই। শরীরের উপরিভাগে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এক পা না থাকায় জোয়ারের সময় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেঁসে এসে সৈকতে আটকা পড়ে। তবে এ মৌসুমে ডিম পাড়তে কচ্ছপ তীরে চলে আসে বলে তারা জানায় ।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।