স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী বলেছেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে ছাত্ররা আগ্রনী ভ’মিকা রাখবে । আজকের যারা ছাত্র তারাই আগামি দিনের দেশ পরিচালনা দায়িত্ব নিবে । এরাই দেশের বিভিন্ন উচ্চ পদে নিয়গ পেয়ে দেশকে দুর্নীতি মুক্ত করবে । ছাত্র- ছাত্রীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে শিক্ষা উপকলন প্রধান করে মানুষকে সচেতন করা একটি ভালো উদ্দে¦াগ। সোমবার দুপুর ১টায় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি বিদ্যালয় দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত খাতা ও জ্যামিতি বক্স বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে এ কথা বলেছেন । জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসার মোঃ আবদুস সালাম সাভাপতিতে ও সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন দুদক উপ-পরিচালক মোঃ মিছবাহ্ উদ্দিন ,পটুয়াখালী প্রেসক্লাব এর সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল , লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন ।সভায় দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান সততা সংঘের সদস্য ফেরদৌস রহমান । সভা শেষে ৭৭৬ জন ছাত্রের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত খাতা ও জ্যামিতি বক্স বিতরন করা হয়।