2

Pic-4হৃদয় আশিষ ,পটুয়াখালী ঃ পটুয়াখালীতে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা আওয়ামী প্রজন্ম  লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয় । র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ অলিউজ্জামান রাসেল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান মোশারফ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা আওয়াশী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল খান, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ছাত্র লীগের প্রচার সম্পাদক আরিফ আলামিন, প্রজন্ম লীগের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নিপু প্রমুখ। আল্চোনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে  কেক কাটা হয়।