3

 

pic-2ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী’র শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের হল রুমে ষষ্ঠ সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র  কাজী আলমগীরের সভাপতিত্বে শতবর্ষ উদযাপনের  কার্যাবলী সফলভাবে পালনের লক্ষ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র  প্রধান শিক্ষক জাকির হোসেন সেলিম, আবুল কালাম আজাদ, এ্যাড. সৌমেন্দ্র লাল চন্দ শৈলেন, , জাফর উল্লাহ, আনোয়ার হোসেন, জাকির হোসেন প্রমুখ। আগামি ৩০ নভেম্বরের মধ্যে সকল প্রাক্তন ছাত্রদের ২কপি পাসপোর্ট, ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি ও ৫০০/- (পাঁচশত ) টাকা রেজিস্ট্রেশন ফিসহ বিদ্যালয়ের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শহরে প্রেসক্লাব, সরকারি কলেজ, করিম মৃধা কলেজ হাজী আক্কেল আলী কলেজসহ বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশনের বুথ খোলা থাকবে। সভায়  ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী’র বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। আগামি ২১ , ২২ ও ২৩ জানুয়ারি ২০১৬ তিন দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী’র শতবর্ষ পালন করা হবে ।

#