মির্জাগঞ্জ প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান,সঞ্চালনায় ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব রাশেদুল হাসান রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সহ-সভাপতি আইউব খান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,মৎস বিষয়ক সম্পাদক শাকিল খন্দকার, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার,বাবুল মুন্সি,সৌরভ মুন্সি,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ সোহাগ, রায়হান উদ্দিন রুবেল,রাজিব হোসেন রাজু,নাঈম ইসলাম, ইব্রাহিম হোসেন সহ অনেকে।
প্রাক্তন ছাত্র পরিষদের উপস্থিত ছিলেন
অক্সফোর্ড জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুল ইসলাম খান বারেক, মিজানুর রহমান বাহাদুর,আবুল আলম খান,মোমেন খান, বাপ্পী খান, রেজাউল ইসলাম, হান্নান আকন ইকবাল প্রমুখ।